পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 স্বর্ণ-শৃঙ্খল নাটক । ঘন ঘন শ্বাস বহিতেছে, ইহারই বা কারণ কি ? জরের ন্যায় লক্ষণ দেখিতেছি । দুৰ্য্যোধন । ( গদ গদ স্বরে ) পিতা, চিস্ত জ্বরে। মনুষ্যানাং— ধৃতরাষ্ট্র । ( ব্যগ্র হইয়।) চিস্তা ! সে কি ? তোমার চিস্তা কিসের ? শকুনি । মহারাজ ! আপনি দুর্য্যোধনকে দেখিতে পান না, কিন্তু সে এক কালে জীর্ণ শীর্ণ বিবর্ণ হইয়াছে, দিন দিন ক্রমশঃই হ্ৰাসত প্রাপ্ত হইতেছে, সৰ্ব্বদাই বিরস বদনে অন্যমনস্ক হইয়া একান্তে থাকে, কাহারও সহিত বাক্যলিপি করে না, আহারনিদ্রা প্রায় বর্জিত হইয়াছে, এরূপে শরীর রক্ষা হওয়াই tठींद्र ! ধৃতরা । কেন কেন, কি জন্য দুর্য্যোধন এমন হইয়াছে ? কেন দুৰ্য্যোধন, তোমার কিসের অভাব,তোমার যাহা ইচ্ছা তাহাই কর, ধন রত্ন, বস্ত্র অলঙ্কার, দাস দাসী, অশ্ব হস্তী রথ, অামার ভাণ্ডারে কোন দ্রব্যের অভাব । তোমার মনে যাহা বাসন। থাকে, তাহাই পূর্ণ কর । তোমার দুর্ভাবনার বিষয় কি ? দুৰ্য্যোধন ! বিধাতা আমাকে অন্ধ করিয়াছেন বটে, কিন্তু তোমার জন্মাবধি আমার বিধিকৃত অন্ধত্ব দূর হইয়াছে, আমি চক্ষুষ্মান হইয়াছি, তুমিই আমার চক্ষুস্বরূপ, তোমার বিরস বদন শুনলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়, অতএব তাত ! অকপটে তোমার হৃদয় ব্যক্ত কর । দুৰ্য্যোধন । পিতা, ধন রত্ন ঐশ্বৰ্য্যে হস্তিনাপুরী পরিপূর্ণ যে আজ্ঞা করিতেছেন, তাহ কিয়দিন হইল সত্য ছিল বটে, কিন্তু এক্ষণে তাহ নাই । তোমার সেই স্বর্ণময় হস্তিনা এক্ষণে দরিদ্রতা ও হীনতার আবাস হইয়াছে। রাজা যুধিষ্ঠিরের