পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাশয় প্রকাশের যে তারিখ দিয়াছেন, তাহ। “১২৭০ সাল, ২০শে আষাঢ়” আর গ্রন্থখানি ছাপাও হইয়াছে ১২৭০ সালে, তখন উহ হইতে অনায়াসে বুঝা যাইতেছে যে, এখনি প্রথম সংস্করণেরই পুস্তক। পুস্তকখানির মূল্য ছিল "y • আন মাত্র । শ্রীযুক্ত বৃন্দাবন চন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে গ্রন্থকারের এক “সুহৃদৃ” এই গ্রন্থের প্রকাশক । তাহার বিজ্ঞাপনটিতে এই গ্রন্থের এবং বঙ্গীয় নাট্যশালার একটু ইতিহাস আছে । * + 谈 প্রকাশকের উপাধি এখানে “শৰ্ম্ম৷” মাত্র লিখিত হইলেও পুস্তকের মলাটের ছাপা হইতে, উহা যে ‘বন্দ্যোপাধ্যায়? তাহ! জানিতে পারিয়াছি । এই বিজ্ঞাপনটিতে ইতিহাসের উপযুক্ত প্রধানতঃ তিনটি কথা জানিতে পারা যায়। প্রথম গ্রন্থখানির রচনাকাল,—প্রকাশের সময়ের আট বৎসর পূৰ্ব্বে উহা রচিত হয় ; দ্বিতীয় -উহার জন্মস্থান—বরিশাল ; তৃতীয়-—গ্রন্থকারের বা প্রকাশকের কতিপয় সহৃদয় বন্ধুর অনুরোধে অভিনয় করিবার জন্য এই নাটক লিখিত হয় । ১২৭০ সালে পুস্তক থানি প্রকাশিত হয়, তাহার আট বৎসর পূৰ্ব্বে অর্থাৎ ১২৭০-৮ = ১২৬২ সালে ( ১৮৫৫ খ.ষ্টাব্দে ) এথানি রচিত হইয়াছিল আর এই নাটকের অভিনয়-জন্ত প্রকাশকের “কতিপয় সহৃদয় বন্ধু” যে ১২৬২ সালে একটি নাট্যসম্প্রদায় গঠিত করিয়াছিলেন, এই অবশ্যকীয় সংবাদটি এতদিন অজ্ঞাত ছিল । পুস্তকখানি বরিশালে রচিত এবং ঢাকায় মুদ্রিত হয় ;–ঐ মাট্যসম্প্রদায় এই উভয় স্থানের কোথায় গঠিত হইয়াছিল তাহা কিন্তু ইহা হইতে জানা গেল না। কলিকাতাতে তখনও বিশেষ ভাবে বাঙালী-সমাজে নাট্যামোদ প্রতিষ্ঠিত হয় নাই । * * * * আমাদের অন্থকার আলোচ্য গ্ৰন্থখানির রচনাকাল ধরিয়া এই সকল নাটকের জন্মকাল বিচার করিলে, দেখা যায় যে, এখানি তথা-কথিত