পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ শৃঙ্খল নাটক । ፬ ¢ SAMSMMSAASAASAASAASAAMMMMMMS MMSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AeMS এ মেঝে না হলে শুকুলি মামা বলেছে, কাউকে এক কড়াও দেবে না ! নে সব পেটা ওহে ! ওহে ] ওহে ! ১ মজুর। ও রাজের পো এবার কিসের গান হবে ? রাজ । এবার রামায়ণ, নে নে, ওহে ! ওহে ! ওহে ! ক্ষীত । রামের চরণ ধুলায় রে পাষাণ তরে যায়। রায় বলেন হনুমান, তুমি বড় বীর । একলাফে ডিঙ্গাইলে সাগরের নীর ॥ তুমি গিয়ে লঙ্কাপুরী কইলে ছারখার । তোমা হইতে হল বাপু সীতার উদ্ধার ॥ এতেক বলিয়া রাম গুণের সাগর । কোল দিয়া বন্দি কইলা বনের বানর। ( দুই জন ভদ্রলোকের প্রবেশ । ) ১ম ভদ্র । ই, চমৎকার সভা হইতেছে বটে, এ সভা উপযুক্তমতে সজ্জিত হইলে অদ্বিতীয়া শোভা বিশিষ্ট হইবে । ২য় ভদ্র । ই, উত্তম বটে, কিন্তু রাজা যুধিষ্ঠিরের সভার শতাংশের একাংশও হয় নাই এ তার অশ্বশালার যোগ্যও হইবে না । ১ম ভদ্র । আমি সে সভা দেখি নাই । রাজস্থয় যজ্ঞকালে তীর্থ পৰ্য্যটনে গিয়াছিলাম, সেতুবন্ধ রামেশ্বরে যজ্ঞের কথা এবং সভার কথা শুনিয়াছিলাম ! সে সভা নিৰ্ম্মাণ করে কে ? ২য় ভদ্র । সে সভার নিৰ্ম্মাতা ময়দানব । তোমার নিতাস্তই উচিত যে সে সভা একবার দেখ । দেশ দেশান্তরে যে যে সকল অদ্ভুতকীৰ্ত্তি দেখিয়া আসিয়াছ রাজা যুধিষ্ঠিরের সভা দর্শন করিলে, সকল বালকের ক্রীড়ার স্তায় বোধ হইবে ।