পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

歌ッ স্বর্ণ-শৃঙ্খল নাটক। ২য় ভদ্র । ই এ এক নূতন ব্যাপার, তুমি জ্ঞাত নও বটে, তুমি অঙ্ক মাত্র স্বদেশে প্রত্যাগমন করেছ, দেশের যে কি দুর্দশ তাতে জান না। রাজা এক কালে রাজ ধৰ্ম্ম পরিত্যাগ পূৰ্ব্বক শোষক ধৰ্ম্ম গ্রহণ করিয়াছেন । এই যে ব্যাপার দেখলে, ইহার তাৎপৰ্য্য শ্রবণ করিলে তুমি এক কালে হতবুদ্ধি হইয়া স্তম্ভীভূত হইবে। রাজা স্বার্থপরতার বশত:পন্ন হইয়া নীচ বৈশ্যের ন্যায় আচার অবলম্বন করিয়াছেন । প্রজার দুঃখে রাজার দুঃখ, প্রজার মুখে রাজার মুখ, সে ভাব আর নাই । রাজা ও রাজপুরুষেরা বাণিজ্য ব্যবসায়ে অর্থে পার্জনে রত হইয়াছেন । গেহনদী অর্থ পিশাচ আত্মন্তরী কয়েক বেটা কু তন্ত্রী একত্র হইয়া তাহাদের কুহক কুমন্ত্রণ জালে রাজাকে আবদ্ধ করিয়া লীলা মৰ্কটের ন্যায় করিয়া রাখিয়াছে । ইহার নিজ নিজ কোষ পূরণার্থে একায়ও নামে নূতন এক ব্যাপার উপস্থিত করিয়া প্রজার সুখ সচ্ছন্দতা এককালে উচ্ছেদ করিবার উদ্যোগ করিয়াছে। ১ম ভদ্র । সে আবার কি ? একায়ও আবার কি ব্যাপার— ২ ভদ্র । একায়ও কি জাননা ? কোন বস্তুর উপর এক ব্যক্তির সম্পূর্ণ অধিকার, অর্থাৎ অন্য কেহ ঐ অধিকারীর সম্মতি ভিন্ন ঐ বস্তু লইলে বা ব্যবহার করিলে দণ্ডনীয় হয় । ১ম ভদ্র । ভাই ! আমি মৰ্ম্মগ্রহণ করিতে পারিলাম না । এ নিয়ম ত চিরকালই প্রচলিত আছে, এ নিয়ম সমুদায় সামাজিক নিয়মের মূলাধার, এ নিয়ম ব্যতীত মনুষ্য সমাজেই অবস্থিতি করিতে পারে না। আমার এই পরিধেয় বস্ত্রের প্রতি