পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
নটীর পূজা

প্রথম কিংকরী

 রাজকুমারী, এ পাপ নটীকে স্পর্শ করবে না। পাপ তোমারই।

রত্নাবলী

 তোরা ভাবিস তোদের নতুন ধর্মের নতুন-গড়া পাপকে আমি গ্রাহ্য করি!

দ্বিতীয় কিংকরী

 মানুষের ভক্তিকে অপমান করা এ তো চিরকালের পাপ।

রত্নাবলী

 এই নটীসাধ্বীর হাওয়া তোমাদের সবাইকে লাগল দেখছি। আমাকে পাপের ভয় দেখিয়ো না, আমি শিশু নই।

রক্ষিণী

প্রথম কিংকরীর প্রতি

 বসুমতী, আমরা শ্রীমতীকে ভক্তি করেছি। কিন্তু ভুল করেছি তো। সে তো নাচতে রাজি হল।

রত্নাবলী

 রাজি হবে না? রাজার আদেশকে ভয় করবে না?