পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নটীর পূজা
৯১

মল্লিকার প্রবেশ

মল্লিকা

জনাস্তিকে, রত্নাবলীকে

 রাজ্যে বুদ্ধপূজার যে-নিষেধ প্রচার হয়েছিল সে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। পথে পথে দুন্দুভি বাজিয়ে তাই ঘোষণা চলছে। হয়তো এখনি এখানেও আসবে তাই সংবাদ দিয়ে গেলেম। আরো একটি সংবাদ আছে। আজ মহারাজ অজাতশত্রু স্বয়ং এখানে এসে পূজা করবেন তার জন্যে প্রস্তুত হচ্ছেন।

রত্নাবলী

 একবার দৌড়ে যাও তাহলে মল্লিকা—শীঘ্র মহারানী লোকেশ্বরীকে ডেকে নিয়ে এসো।

মল্লিকা

 ওই যে তিনি আসছেন।

লোকেশ্বরীর প্রবেশ

রত্নাবলী

 মহারানী, এই আপনার আসন।

লোকেশ্বরী

 থামো। শ্রীমতীর সঙ্গে নিভৃতে আমার কথা আছে।

শ্রীমতীকে জনান্তিকে ডাকিয়া লইয়া

 শ্রীমতী।