পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
নটীর পূজা

শ্রীমতীর গান ও নাচ

আমায় ক্ষমো হে ক্ষমো, নমো হে নমঃ
তোমায় স্মরি, হে নিরুপম,
নৃত্যরসে চিত্ত মম
উছল হয়ে বাজে।৷
আমার সকল দেহের আকুল রবে
মন্ত্রহারা তোমার স্তবে
ডাহিনে বামে ছন্দ নামে
নব জনমের মাঝে।
তোমার বন্দনা মোর ভঙ্গিতে আজ
সংগীতে বিরাজে॥

রত্নাবলী

 এ কী রকম নাচ? এ তো নাচের ভান। আর এই গানের অর্থ কী।

লোকেশ্বরী

 না না বাধা দিয়ো না।

শ্রীমতীর নাচ ও গান

এ কী পরম ব্যথায় পরান কাঁপায়
কাঁপন বক্ষে লাগে