পাতা:অধিকার-তত্ত্ব.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধিকার-তত্ত্ব। উদেশ্য । مسیحوم هیس-سسته বর্ত্তমান সময়ে ধর্ম্ম লইয়া চতুর্দ্দিগেই আন্দোলন হইতেছে । একদিগে বিজাতীয় আহার ব্যবহার দেশ মধ্যে অগত্যা প্রচলিত হইতেছে, অন্যদিগে, কতিপয় ব্রাহ্ম উপকার ভ্রমে মহা অপকারক বৈদেশিক ভাব সমুহকে ধর্ম্মের, নামে প্রচার করিতেছেন । এদিগে মহা মহা ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মারীভয়, ছুর্ভিক্ষ প্রভূতি নরকুল ংহারকারী ভীষণ দুর্ব্বিপাক সকল দেখা দিয়া স্বর্ণভুমি পুণ্যভূমি ভারতবর্ষকে উচ্ছিন্ন দিতেছে ; এই প্রকার নানা দুর্ঘটনার মধ্যে পতিত হইয়া ভারতবাসিগণ এখন ভারতবর্ষের সকল সুখের মুলাধার সনাতন হিন্দুধর্ম্মের দিগে অশ্রু পূর্ণ নয়নে পুন দৃষ্টি করিতেছেন । ভারতবর্ষের উদার-ভাব-পরিপূর্ণ, শান্তিপ্রদ হিন্দুধর্ম্মের প্রতি এখন নাস্তিকদিগেরও দৃষ্টি পড়িয়াছে র্যাহারা এতদিন বিজাতীয় রীতিনীতির পক্ষপাতী ছিলেন, তাহার। এত বিলম্বে গাত্রোথনি করিতেছেন । দেশীয় ভাব রক্ষা করা ও হিন্দু ধর্ম্মকে পুনর্জীবিত করার প্রস্তাব চতুর্দ্দিগেই শুনা যাইতেছে t ক ।