পাতা:অধিকার-তত্ত্ব.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ २8 ] তৃতীয় অধ্যায় । سيسيبي منحوهم مستحسعيد দুর্বলাধিকার। ১ । ব্রহ্মজ্ঞানের অধিকার সকলেরই আত্মাতে ; কিন্তু তাহা ক্রমে উন্নত হয় । অন্য মনোবৃত্তি সকল যেমন ব্যক্তির ও সমাজের বহুদৰ্শিত সহকারে পরিণত হয়, ঐ অধিকারও তদ্রপ । ২। জনসমাজের শৈশবাবস্থায় ও অদূরদর্শিতার কালে এবং ব্যক্তির বাল্যকালে অথবা আলোচনার অভাবে, অথবা ইন্দ্রিয়, কণীপনা, বিষয় ও ফলকামনার প্রভাবে ঐ অধিকার অনুন্নত, দুর্ব্বল কিম্বা অপরিমুক্ত থাকে ; কিন্তু উস্থা হইতে কোন মানব কখন একেবারে বঞ্চিত থাকে না । নাস্তিক ও ভ্রষ্টাচারিগণের আত্মাতেও উহা মহা মোহে আচ্ছন্ন হইয়া নিদ্রা যায় । ৩ । দস্তুহীন শিশুর অন্ন জীর্ণের শক্তি নাই, সেজন্য দুগ্ধপান করে । তদ্রুপ দুর্ব্বলাধিকারে মানবের ব্রহ্মবোধ পর্ব্বতে, পাথারে, ব্যোমে, সমীরে । ৪ । দুর্ব্বলাধিকারে মানব ঈশ্বরকে অখণ্ডভাবে গ্রহণ করিতে পারে না । তাহার খণ্ড খণ্ড মহিমা ইন্দ্রাগ্নি মৰুতে দর্শন করে, বিশেষ বিশেষ ক্ষমতাশালী নরের শক্তিতে তাহার অংশ আরোপ করে এবং ঈশ্বরীয় শক্তি ও গুণকে খও খও করিয়া, এবং ঐ সকল ক্ষমতাপন্ন নরকে লইয়৷ প্রতিম। নির্ম্মাণ করে । ,