পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠিপত্র $83, টপকার পাওয়া যায়। নিশ্চয় সহরে বায়োকেমিক ডাক্তার আছে—অন্তত হোমিয়োপ্যাথ চিকিৎসক। দূরে থেকে কিছু বলা যায় না—ভেবে চিন্তে দেখে পরামর্শ করে যা হয় ঠিক করিস । এখানে বর্ষা এবার এখনো ভদ্র রকম নমিল না । গাছপালার পক্ষে যথেষ্ট বৰ্মণ হচ্চে কিন্তু ফসলের পক্ষে নয়। গরম আর নেই—বেশ বাতাস দিচে । চারদিকের জঙ্গল সাফ করিয়ে মশা বিস্তর কমেছে । অমিয়ার এখনো আসেনি। তার ছেলের জুর—বলচে কাল শুক্রবারে তাসবে । বুড়ি শরীরে মনে বেশ ভালোই আছে। তোদের এডেনের চিঠি বোধ হয় আসচে মেলে পাওয়া যাবে। গ্রেচেনের চিঠি’ তোকে পাঠাই । তাকে জবাব দিয়ে দিস । সে যদি কাছাকাছি থাকত তাহলে বেশ হোত । বাব ১ এই চিঠিখানি প্যারিস থেকে লেখা, তার তারিখ ১৭ জুলাই ১৯৩২]