পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেমন কৰ্ম্ম তেমমি ফল । ఫి সুমতি । ( ঈষৎ হাস্যবদনে ) এদেশে ধীরে বড় চলে না । সে যা হোকৃ, একটি কথা ভাই তোমাকে বলতে ইচ্ছা করি—বলবো কি ? সুধীর । কি, বলে না ? সুমতি । এ অধিনীকে একাকিনী রেখে কি তোমার দূর দেশে যাওয়া উচিত ? প্রাণের ভয় অপেক্ষ জাতির ভয় অধিক, তা তুমি বিবেচনা কর না ? নাথ, আমার ধনে কাৰ্য নাই, অলঙ্কারে কার্য নাই, কেবল তুমি কাছে থাকো এই চাই, তাতে যদি ভিক্ষা কর্যে দিনপাত করতে হয় সেও ভাল । (गजलनङ्गप्न অধোবদন । ) সুধীর । সসন্ত্রমে ) ওকি ? (বস্ত্রদ্বারা মুখমার্জন ) কেন, কেন, রোদন কেন, আঁ্যা ?–ইস্ ! তবে ভো অামি ভারি কুকৰ্ম্মই করেছি। আর আমি তোমাকে ফেলে কোথাও যাব না। তা' বল দেখি বৃত্তান্তটাই কি ? ( করাঙ্গুলি দ্বারা চিবুক উত্তোলন করিয়া ) কি হয়েছিল বল দেখি ? - * মুমতি । ( নয়ন মার্জন ও দীর্ঘ নিশ্বাস ) বলি, কিন্তু আগে তুমি বলে আমাকে আর