পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ら ? যেমন কৰ্ম্ম তেমনি ফল । এখানে রেখে কোথাও যাবে না । ( উভয় করে কর ধারণ । ) সুধীর । না, না, আমি তো স্বীকারই করেছি ভাই । যে কিঞ্চিৎ পৈতৃক সম্পত্তি অাছে তাতে অনায়াসে একরূপ দিনপাত হতে পারে ; তবে তোমার নিমিত্তই ধন, তোমার নিমিত্তই উপার্জন, তা তুমি যখন নিষেধ করচে ভখন আমার দূরদেশে যাওয়ায় প্রয়োজন কি ? অণর যদিই যেতে হয়, এবার অপর তোমাকে সঙ্গে না কর্যে যাবো না । ভ" বল দেখি কি হয়েছিল আগে শুনি ? সুমতি । নাথ, তুমি জান, এই পোড়া বয়সদোষে এখন পথের তৃণগাচটাও শত্ৰু । সুধীর । হা, তৃণগাচটাও শত্র বটে, কিন্তু তেমনি অণবার সুচরিত্রা সধবী স্ত্রীরা পতি ভিন্ন বিশ্বসংসারকে তৃণগাছটা বোধ করে । তাদের সঙ্গে শক্রত কর্যে কে কি করতে পারে ? তা কথাটাই কি বল্‌চে না কেন ? কোন দুরত্ত ব্যক্তি দুশ্চরিত্রতা প্রকাশ করেছে নাকি ? ( সুমতিকে অধোমুখ দেখিয়া ) তোমার কথার ভাবে তাই ষেন বোধ হচে । তা বল না কে