পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেমন কৰ্ম্ম তেমমি ফল । - 文势 প্রতিদিন কাছারি থেকে যাবার সময় ঐ খিড়কির পুকুরের পাড়ে দাড়িয়ে থাকেন, আমি যদি ঘাটে টাটে যাই দেখতে পান, তবে কত রঙ্গ ভঙ্গ করেন, ঠাট্টা তামাসা করা হয়, সে সকল দেখে শুনে ভাই আমার কেবল হালি পায়। আবার মিসের আস্পদ্ধার কথা শুনৃবে ? সেদিন মতের মাকে ডেকে নাকি বলেছে—“ওরে, তোর মা ঠাকুরণের সঙ্গে আমায় দেখা করিয়া দিতে পারিস ?” ভোকে দশ টাকা দেবে। তা মতের মাও তেমনি, খুব দশ কথা শুনিয়ে দেচে ; দেবে না কেন, ভয় কি ? তিনি মুসোব আছেন আপনিই আছেন । সুধীর । হঁ ! ও বেটার চরিত্র আমি বিশেষ জানি, যার স্ত্রী, কি ভগিনী বড় সুন্দর, সে নালিশ করলে অমনি ডিক্ৰী, অণর সাক্ষী সাবুদ চাই না । তা ঐ দুজনকেই ভাল করে নাকাল কত্যে হয়েছে অথচ যেন চোরার মার কান্না হয় । কি করা যায় বল দেখি ? ( চিন্তা ) হঁ। সেই ভাল । দেখ, আমি বাড়ীতে এসেছি এখন প্রকাশ কর্যে কায নাই ; আমি এই নিকটে । কোথাও লুকিয়ে থাকি তুমি কাল মতের মাকে