পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেমন কৰ্ম্ম তেমনি ফল । \5% সন্ধ্যে হয়ে পড়লো । ভগ্ন ঘরে বেশ গরম গরম মুড়ি ভাজা আছে, চারটি খাবে ? মুমতি । ( জনাত্তিকে ) দুর মাগি, উনি শুধু মুড়ি খাবেন কেন, ওঁর আদেষ্টে যে আজ নারিকেল মুড়ি আছে । ( মভের মার ঈষৎ হাস্য )। ভোলা । বোঁ, তুমি মতের মার সাক্ষাভে যা বল্‌চে তা আমি বুঝতে পেরেছি। তুমি কিছু টাকা চেয়েছিলে অামি সে দিন দিতে পারিনি, তা ভাই কিছু মনে করে। না ; কিছু হাতে ছিল না, আর থাকৃবে কি ? মুসোব বেটা বড় দুষ্টু, অন্য কাকেও তো বেটা সুপয়সা নিতে দেয় না ; বেটার আপনারই পেট সৰ্ব্বস্ব । তা যা কর্যে পারি তুমি এখন যা চাবে আমি ভাই দেবো । পূৰ্ব্ব অপরাধটা আমার মার্জন কর । এস, একবার কাছে এসে বসে ; ওখানে থাকলে আমোদ হয় না । সুমতি । এই যে, পশম কটা তৈএর করা হোক । : r ভোলা । দেখ, তুমি মতের মাকে একবার বারটে দেখতে ৰল । আমার কিছু আশঙ্কা হয়েছে ।