পাতা:বীরজয় উপাখ্যান.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(৪)

রাজতনয়ের সঙ্গে সখ্যভাব করিলেন। রাজকুমার সে দিবস বন্ধুসহ তপোবনে কালযাপন করত পরদিন বন্ধুর নিকট বিদায় লইয়। তপোবন ত্যাগ করিলেন। তদনন্তর দেশ দেশান্তর ভ্রমণ করিতে লাগিলেন। কিছুদিন পরে একজন বণিক তাঁহার সমভিব্যাহার হইল। উক্ত বণিক অতি ধুর্ত্ত এবং চৌর্য্য ব্যবসায় বিলক্ষণ পরিপক্ক ছিল। সে রাজপুত্রকে ধনি ও সরলান্তঃকরণ দেখিয়া উহার সহিত কৃত্রিম মৈত্রতা করিল এবং কহিল প্রিয়বন্ধু আইস আমরা উভয়ে বণিয্যকরি তাহা হইলে আমাদের দেশ দেশান্তর পরিভ্রমণ করা হইবেক ও অর্থ উপার্জ্জন হইবে। এই বলিয় রাজপুত্রকে আপনার অর্ণবতরিতে লইয়া গেল। রাজকুমার বন্ধুর কপটভাব বুঝিতে না পারিয়া আপন সম্মতি প্রদান করত অর্ণবযান ছাড়িবার অনুমতি দিলেন। কিঞ্চিৎ দূর গিয়া বণিক রাজনন্দনের সর্ব্বস্ব হরণমানসে উহাকে নদীতে নিক্ষেপ করিয়া জাহাজ লইয়া বেগে প্রস্থান করিল।

 নৃপসুত স্রোতে ভাসিয়া যাইতেছে এমন সময় এক মালিনী নদীতীরে স্বীয় মালঞ্চে পুষ্পচয়ন