পাতা:বীরজয় উপাখ্যান.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(৩১)

বেষ্ঠিত; অম্ব গোলাবজাম ও খর্জ্জুরাদি নানা ফল বৃক্ষশাখায় পক্ক হইয়া রহিয়াছে। কোন ব্যক্তিকে না দেখিতে পাইয়া নৃপতি চিন্তিত হইলেন। পরে অত্যন্ত ক্ষুধান্বিত হওয়াতে বৃক্ষ হইতে ফল আহরণ করিয়া ক্ষুধাশান্তি করিলেন। ক্ষণকাল বিশ্রাম লইয়া সে স্থান ত্যাগ করিলেন। তদনন্তর এক গ্রামে উপনীত হইয়া দেখিলেন উক্ত গ্রামে যতদীন দুঃখিদিগের বশতি এবং সর্ব্বদা দুঃখের শব্দই শুনা যাইতেছে। নৃপতি স্তব্ধ হইয়া নগর মধ্যে প্রবেশ করিলেন।


বীর জয়ের পুনঃ সুখান্বেষণ।

নরপতি বীরজয় ছদ্ম বেশ ধরে।
করে সুখ অন্বেষণ সে গ্রামে ভিতরে॥
কোন স্থানে নাহি পায় সেই নিত্যসুখ।
যথা যায় তথা হেরে দরিদ্রের দুঃখ॥
সেই নগরেতে যত দীন বাস করে।
সবে করে হাহাকার উদরান্ন তরে॥
নাহি পায় খেতে কেহ নাপায় পরিতে।
কেহ বল শূন্য হয়ে না পারে নড়িতে॥