পাতা:বীরজয় উপাখ্যান.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(৭)

রাজপুত্র তবে চলে, মালিনীরে এই বলে,
ও গো মাসী কতদূর ঘর।
চলিতে অশক্ত আমি, হয়ে তব অনুগামী,
অঙ্গমম কাঁপে থর থর॥
বলে তবে বারম্বার, দূর বড় নাহি আর,
মালিনী অত্যন্ত ব্যগ্রহয়ে।
চল বাছা শীঘ্রগতি, হৈওনা অস্থির মতি,
সত্বরে পৌঁছিবে মমালয়ে॥
আসি মালিনীর ঘরে, রাজস্থত মৃদুস্বরে।
কহে হাসি মধুর বচন।
তোমার আলয় ছাড়ি, যাইতে কাহার বাড়ী,
কভু নাহি সরে মোরমন॥
প্রীত হইয়া অন্তরে, মালিনী মাসীর ঘরে,
এইৰূপে রাজার তনয়।
নাহি কোন চিন্তা মনে, সর্ব্ব দুঃখ নিবারণে,
কিছুদিন হেন মতে রয়॥

 এইৰূপে রাজপুত্র মালিনীর গৃহে কিছুকাল অবস্থিতি করেন। মালিনী সর্ণাট দেশাধিপতি সুবাহুর গৃহে প্রতিদিন সায়ংকালে পুষ্প মাল্য