পাতা:বীরজয় উপাখ্যান.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(২৩)

শালের তাকিয়া শয্যা অপূর্ব্ব শোভিছে।
পুষ্পের ঝালর পাখা কত্তই দুলিছে॥
অশেষ প্রকার কান্তি মধ্যে মধ্যে তার।
মনলোভা পুষ্প তোড়া পুষ্প মাল্য আর॥
আসরের চতুর্দিকে সৌরভ ছুটিছে।
আতর গোলাপদান কতই শোভিছে॥
নিমন্ত্রীত নৃপগণ বসি দিব্যাসনে।
অশেষ কৌতুক করে প্রফুল্লত মনে॥
লণ্ঠন দেয়ালগিরি সেজ জ্বলে কত।
অগণন ঝড় জ্বলে তথায় নিয়ত॥
নানালোকে হৈল সেই সভা দীপ্তিমান।
হৈল সেই সভা ইন্দ্রসভাসম জ্ঞান॥
মধ্যে মধ্যে গাঁথা বেল গেঁদা পুষ্প মালা।
দূর হৈতে শোভা দেখে যত কুলবালা॥
তার মাঝে মাঝে ঝুলে ছবি শত শত।
ব্যজন করণে নিয়োজিত দাস যত॥
খ্যাম্‌টানাচ বাইনাচ আর নাচ কত।
হইতেছে সে সভার মধ্যে অবিরত॥
সুমধুর বাদ্য আর সুরস সঙ্গীত।
শুনিয়া নৃপতিসব হইল মোহিত॥