পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3文 যেমন কৰ্ম্ম তেমনি কল। সুমতি । (কম্পিত ভয়ে ) সে কি ? আঁ! বলিস্ কি ? কি সৰ্ব্বনাশ ! মতে । অার একবার ভাল কর্যে দেখি রসে । (দ্বার হইতে দর্শন ) । মুন্সে । (সভয়ে ) এটা কেমন হলে ? সুধীর বাবু কি বাড়িতে এসেছেন ? সুমতি ৷ কৈ, না । মুসো। তবে আজু হঠাৎ এসে পড়লেন না কি ? r সুমতি । হা, তাই তো দেখচি ৷ কৈ, কোন খপর তো ছিল না । মুসো । ভবে, এখন উপায় ? এমন জামূলে কোন শালা এখানে আসতো । যা হউক, এখন কোথাদে পলাই বলে দেখি ? সুমতি । তাইতো ভাবচি, এ কি বিষম সমিস্যা, কি করবো, একটি বৈ দ্বোর নয়, অণর এমন অন্য ষরও নাই যে মুকিয়ে থাকবে । কি করবো, ভারি বিপদে পড়লাম যে । মতে । (ত্রস্তভাবে ) ও বোঁ মা, সত্যি স্বাবুই এলেন বটে । মুসো । ( অত্যন্ত ভয়ে উঠিয়া ইতস্ততঃ পথ