পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VH8 যেমন কৰ্ম্ম তেমনি ফল । সুমতি । উনি বোধ করি এখনি চলে যাবেন; তা একটু মর্যে ফুটে থাক, আর কি করবে ? ( গদি তদুপরি চাপ দিল । ) ( মুন্সোবের প্রবেশ । ) মুসো। (সহস্যবদনে ) কৈ হে, ঘরের গিন্নি কোথা ? এই এক জন তোমার সকের চাকর এলো, এক বার চেয়ে দেখ । হাঃ হাঃ হাঃ হাঃ । মতে । সকের চাকর । ওমা ! শুনেছি সহরে নাকি সকের জলপান বিক্রী হয়, তাতে সাড়ে আঠার খান মশলা থাকে, তা সকের চাকরে আবার কখান মশলা থাকে না জানি । মুসো । হাঃ হাঃ হাঃ হাঃ বলেছে ভাল মাগি ! দূর মাগি ! হাঃ হাঃ হাঃ হাঃ ! কি জানিশ মতের মা, এ শলা মশলার কৰ্ম্ম নয়, এ রেকতার গাথনি -কেমন, কেমন, কেমন, এখন উত্তর পেলি তো ? হাঃ হাঃ হাঃ হাঃ ! মতের মা কি আমার সঙ্গে পারে একি সীতগোঁয়ের কাছে মামৃদো বাজী—তাই বলি, আমি এই বয়েসে কত কাপ্তান ভাসালেম । এই দু-শ টাকা করে মাইনে পাই, কেবল এই কৰ্ম্মেতেই