পাতা:বীরজয় উপাখ্যান.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(২৪)

বসিল আসিয়া বর সে সভার মাঝে।
তারাগণ মধ্যে যেন মৃগাঙ্ক বিরাজে॥
কিছুক্ষণ পরে নৃপ সুবাহু আসিয়া।
বরকে বিবহিস্থানে গেলেন লইয়া॥
হইল সঙ্কল্প অগ্রে, পরে স্ত্রীআচার।
স্ত্রীগণ কৌতুক করে অশেষ প্রকারণ॥
শুভপরিণয় মন্ত্র ভূপতি বলিল।
তদপরে বীরজয়ে কন্যা সমর্পিল॥
নিরাপদে শুভকার্য্য হৈল সম্পাদন।
বাসর গৃহেতে বরে কৈল আনয়ন॥
অতঃপরে বর কন্যা যাত্র যত ছিল।
সারি সারি সকলেতে আহারে বসিল॥
খায় কত লুচি মালপুয়া আর পূরী।
জিলিপী হালুয়া গজা মিঠাই কচুরি॥
ক্ষীরশর ছানা বড় রসগোল্লা কত।
বর্ফি রসকরা আর মুণ্ডি শত শত॥
সন্দেশ গোলবি পেড়া বোঁদে খাজাআর।
সুরস সুমিষ্ট দ্রব্য কতই প্রকার॥
হৈল পরিতৃপ্ত নিমন্ত্রিত নৃপগণ।
ভদ্র কি ইতর সবে আনন্দিত মন॥