পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'; দ্রৌপদী । অর্জন । স্বর্ণ-শৃঙ্খল নাটক ব্যস্ত থাক। প্রযুক্ত দুই দিবস সাক্ষাৎ করিতে পারি নাই । আমি এ অপরাধে অপরাধী হইলেও তোমার নিকট ক্ষম প্রার্থনা করিয়া কখনই নিরাশ হইব না ; আর প্রিয়ে । আমি যেখানে থাকি না কেন, তোমা ছাড়া কখন নই, আমার হৃদয়রাজ্যের রাঙ্গী তুমি, হৃদি মধ্যে নিবস্তর বিরাজিত রহিয়াছ । দেখ, পৰ্ব্বতশিখরে শিল্পী, গগণেতে নব ঘন, লক্ষণস্তের দিনমণি, যে ধনী সারা যামিনী, শ্বিলক্ষ যোজন অস্তে, কুমুদিনী ফুল্ল হয়, অতএব শুন বলি, যথায় থাকুক আছে, নৃত্য করে হয়ে সুখী দরশন করিয়া । দেখে ফুটে কমলিনী ছিল ক্ষুঃ হইয়া । হেরি নিজ প্রাণকাস্তুে প্রেম আশা করিয়া । যে যার মনের অলি, কাছে সেই বসিয় ॥ (স্বগত) ওই গুণেই তো বাধা আছি, যাহাকে নয়নপথের অতিথি করিলে নয়ন চরিতার্থ হয়, যাহার অমিয় বচন অনন্তকাল শ্রবণ করিলেও আকাঙ্ক্ষ; নিবারণ হয় না, যাহাকে “আমার" শব্দ প্রয়োগ করণ সুথের অনুকরণ মাত্র কৈবল্যসুখ, আহা ! সে আমার হইয়েও আমার হইল না ! তার মনোরাজ্যে অধিকারী হইয়ে একখণ্ডে অন্যের অধিকার রহিল ? এ সুধার ভাগ কি অন্তকে দেওয়া যায় ? এ ধনে কি অংশংিশী চলে ? কেন, মৌনে রহিলে কেন ? আর কি হেতুই বা ভাবাস্তর দেখিতেছি? মনের মালিন্ত দুব কর ( সিংহাসন পার্থে