পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

敬父 যেমন কৰ্ম্ম তেমনি ফল । মুন্সে । ( পতিত হইয়া হস্তে সুধীরের চরণ ধারণোদ্যোগ ) সুধীরবাবু, ক্ষমা কর, অমন কৰ্ম্ম করো না । যে কুকৰ্ম্ম করেছি, তাতে মরণই আমার শ্রেয়ঃ । অামাকে প্রাণে মের্যে ফেল, ভায় বরং অামি সম্মত আছি । সুধীর । হঁবা, তা কি হয় ? তোমাকে পাঠিয়ে নরকে উপদ্রব করায় লাভ কি ? ভাল, তবে অন্য কিছু রকম করা যাক। (চিন্তা করিয়া) মুমতি, তুমি কি বলে, এঁদের কিরূপ পুরস্কার দেওয়া উচিত ? সুমতি । মতের মা, দেখ দেখি একি কথা ? বটঠাকুর জ্ঞানী পণ্ডিত, মুসোব মোশাই আইন আদালতের কর্তা; যেখানে এই সব লোক বিদ্যমান আছেন সেখানে আমাকে ব্যবস্থা জিজ্ঞাসা করা কেন ? সুধীর । স্থা, তাও বটে, একথা বলেছে ভাল । এঁদেরই জিজ্ঞাসা করা উচিত । তা ভোলাদাদা লাজুক মানুষ, বড় লজ্জাট হয়েছে, উনি বলতে পারবেন না, বিশেষ মুসোব মোশাই সাক্ষাভে রয়েছেন । তা মুসোব মোশাই কি বলেন ?