পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-l. -- - স্বর্ণ-শৃঙ্খল নাটক। ** SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSMMSS ( পাগুবদিগের তাপস-বেশে প্রবেশ । ) যুধি। । সভাস্থ সকলের প্রতি ) মহাশয়ের এক্ষণে প্রসন্নচিত্তে আমা দিগকে বিদায় দিন। আর এ বিষয়ে বিষণ্ণ হইবেন না । সকল ধৰ্ম্মের মূল যে সত, অনন্ত অব্যয় পরব্রন্ধের স্বরূপ যে সত্য, তাহারই অক্ষুরোধ রক্ষার্থে বনে গমম করিতেছি । আমি অকপটে বলিতেছি যে, প্রথম ইঙ্গপ্রন্থে অভিষেকসময়াপেক্ষাও এক্ষণে আমার হৃদয় প্রফুল্প হইতেছে। অার স্বাদশবৎসরান্তে অজ্ঞাত-বৎসবু-মধ্যে স্বদ্যপি প্রকাশিত হই, তবে এইরূপ হৃষ্টচিত্তে পুনরায় বলে গমন করিৰ। সত্য পথে পশ্চাৎপাদ কখনই হইব না। ভীষ্ম। সাধু সাধু ! হে যুধিষ্ঠির ! তুমিই ধন্য পুরুষ, তোমার জননীই দুৰ্য্যো । ভীম । যথার্থ স্থতিনী, আর সকল স্ত্রীলোক নাম মাত্র স্বতিনী, বস্তুতঃ বন্ধ্যা । সাধু যুধিষ্ঠির সাধু উপযুক্ত অবস্থা সংঘটন না হইলে মনুষ্যের যথার্থ মৰ্ম্ম প্রকাশ পায় না। অতএব এ পাশক্রীড়াও ধন্ত ! যদুপলক্ষে তোমার এ লোক্যতীত সত্যপরায়ণতা প্রকাশ হইল। এক্ষণে বাৰ্ম্মিক পুরুষ মাত্রেরই এই প্রার্থন করা উচিত যে, তুমি অজ্ঞাত বৎসর-মধ্যে প্রকাশিত হইয়া পুনরায় বনে গমন কর । সত্যের গৌরব বৃদ্ধি কর, আর জনসমাজে ধাৰ্ম্মিকাগ্রগণ্য বলিয়৷ বিখ্যাত হও । আমরা নরাধম পর্য্যস্ত তোমার নশ্বর প্রপঞ্চ ইন্দ্রপ্রস্থ ভোগ করি । ( হাস্ত ) ( অগ্রসর হইয়া ) । আমিও রাজা যুধিষ্ঠির হইতে সত্যপরায়ণতাতে নুন নই। আমিও সত্যরক্ষার্থে অতি হৃষ্ট