পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেমন কৰ্ম্ম তেমনি ফল । 8% কোথা ? যেয়ো এখন ; এসেছ তামাক খাও । মতের মা, তমাক দেরে । আঃ, ছি দাদা, স্থিরই হও না । মতে । আমি তামাক দিতে চেয়েছিলেম, তা উনি কলেকয় খাবেন না— সুধীর । কেন কলেঙ্কটা পুড়িয়ে দিতে পারিস্নি ? আঃ, যেয়ে এখন হে , এসেছ, একটু জল টল খাও, বসে । সুমতি । মতের মা তাও বলেছিলো, বলে * চারটি গরম মুড়ি খাবে "; তা উনি শুধু মুড়ি খান না । - সুধীর । শুধু মুড়ি কেন, নারকেল মুড়ি ঘরে ছিল না, তাই মুড়োমুড়ি দিতে পার নাই ? ভোলা দাদা, তবে এত রাত্রে এখানে কি মনে করে বল ত ভাই ? তুমি রেভের বেলা এসেছিলে কেন ? গদির ভিতরেই বা লুকিয়ে ছিলে কি নিমিত্তে ? ভোলা । না-না—আমি—তা অামারদের হয়েছে, তুমি আমাকে ছেড়ে দেও ভাই । সুধীর । এই যে দিচিচ । যাবেই এখন ; অাগে বল না শুনি, কাওটা কি ?