পাতা:অরূপরতন - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরপরতন বিক্রম। একটা ফন্দী দেখা-ই যাক না । বস্তুসেন । ফন্দী জিনিষটা খুব ভালো, যদি তার মধ্যে নিজে আটক। ন। পড়া যায় । বিক্রম | এদিকে এর কারা আসছে ? সং না কি ? রাজা সেজেছে । বিজয় ; এ নামাসা এখানকার রাজা সইতে পারে কিন্তু আমরা সইব না। ○すt বসুসেন । কে{থ{কার ওtiম্যরাজা হোতেও পারে । ( পদাতিকগণের প্রবেশ ) বিক্রম। তোমাদের রাজা কোথাকার ? ১ম পদাতিক । এই দেশের । তিনি আজ উৎসব করতে বেরিয়েছেন। [ পদাতিকগণের প্রস্থান বিজয় । এ কী কথা ! এখানকার রাজা বেরিয়েছে । বহুসেন । তাই তো ! তা হোলে একেই দেখে ফিরতে হবে । অন্ত দর্শনীয়ট ? বিক্রম । শোনো কেন ? এখানে রাজা নেই ব’লেই যে-পুসি নির্ভাবনায় আপনাকে রাজা ব’লে পরিচয় দেয়। দেখ ছ না, যেন সেজে এসেছে—অত্যন্ত বেশি সাজ । বসুসেন । কিন্তু লোকটাকে দেখাচ্চে ভালো, চোখ ভোলাবার মতে। চেহারাটা আছে । বিক্রম। চোখ ভুলতে পারে কিন্তু ভালো ক’রে তাকালেই ভুল থাকে না। আমি তোমাদের সামনেই ওর ফঁাকি ধরে দিচ্ছি। 하