পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । כל" সরলা । ( বুড়ীর কর্ণের নিকট উচ্চৈঃস্বরে ) ওলো নালো, তোরে কিছু বলে মাই, অর্জুনদেব আসিতেছেন, তাই বলে গেল । বুড়ী। ওম! তবে আমি যাই, কি লজ্জার কথা, তিনি আমাকে অই কথা বলতে পাঠিয়েছিলেন, ঐ ছড়ি ঠেঙ্গরে ভেঙ চে তামায় সব ভুলিয়ে দিলে ; কি লজ্জা কি লজ্জা ! –(বুড়ীর প্রস্থান ) সরল । দেবি ! আমি তবে এক্ষণে যাই । দ্রৌপদী। না সখী, যাবে কেন, যেওনা, আমার সঙ্গে এসো । সরলা । অামার বিশেষ কৰ্ম্মাস্তুর আছে । দ্রৌপদী । কি কৰ্ম্ম ? সরল । পরে নিবেদন করিব । ( সরল ও দ্রৌপদীর ভিন্ন ভিন্ন পথে প্রস্থান । ) তৃতীক্স গভাহঙ্ক । ( পুষ্পগৃহে দ্রৌপদী উপবিষ্ট, অর্জুনের প্রবেশ । ) দ্রৌপদী । ( দণ্ডায়মান হইয় ) কি আশ্চৰ্য্য ! কি আশ্চৰ্য্য ! অদ্য কি সুপ্রভাত ! একি ; আকাশের চন্দ্র যে ভূমিতে উদয় । লোকে ডুমুরের ফুল অতি অসম্ভবনীয় অলীক পদার্থের মধ্যে গণনা করে, আজকাল আপনিও প্রায় সেই ডুমুরের ফুলের ন্যায় হইয়াছেন ! আমি জাগৃত, কি স্বপ্ন দেখিতেছি ! অৰ্জ্জুন ! ( অৰ্জুন সিংহাসনে উপবেশন পূৰ্ব্বক দ্রৌপদীর হস্ত ধরিয়া) বস বস, আমি স্বীকার করিতেছি যে, নানাবিধ কাৰ্য্যাস্তরে R.