পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । স্বৈরিণীদিগের স্বভাবই “গা বস্তৃণমিবারণ্যে প্রার্থয়ন্তি নবং নবং ” সভাস্থ সকলে । ধিক্ দুরাচার । ধিক্ দুরাচার ! ভীম । ( গাত্ৰোখানপুৰ্ব্বক দুর্য্যোধনের প্রতি ওরে ক্ষুদ্রাশয় ! নরককুণ্ড-সদৃশ তোর কদৰ্য্য বক্ত, হইতে দ্রৌপদীকে লক্ষ্য করিয়া যে সকল কুৎসিত উদগীর করিলি, কুকুরের স্বেদগীরণ ভক্ষণের ন্যায় পুনঃ গ্রহণ কর, নচেৎ তোর পশু-জিহবা হৃদয়বধি উৎপাটন করিব । ওরে পামর ! দেখ কুরুকুল-শোণিতভিলাষী উড্ডীয়মান শকুনি গৃধিনী সকল দেখ । উহাদিগের প্রথম পূজা করিব। (কর্ণ দ্রোণ প্রভৃতির প্রতি) ওরে কৌরবকিঙ্করেরা ! যার উচ্ছিষ্ট্রে প্রতিপালিত তোদের দেহ, তাহাকে রক্ষা কর । দুৰ্য্যোধনের প্রতি লম্ফ প্রদান ) যুধি । ভীম ! স্থির হও, শাস্ত হও । অৰ্জুন ! ( ভীমকে ধারণ পূৰ্ব্বক) মহাশয়! ক্ষান্ত হউন । ভীম । ( অৰ্জুনকে দূরে নিক্ষেপ পূৰ্ব্বক ) যাও, তোমাদের ইচ্ছা হয়, দুৰ্য্যোধনের সাহায্য কর, আমি অদ্য জরাসিন্ধু-বধের ন্যায় উহাকে পশুবৎ বিনাশ করিব । অৰ্জুন । ( পুনৰ্ব্বার ভীমকে ধারণ পূৰ্ব্বক ) মহাশয় । রাগান্ধতা প্রযুক্ত ধৰ্ম্মাজ্ঞ, রাজাজ্ঞা লঙ্ঘন করিবেন না। শক্রগণের মনস্কামনা যে, আমাদের পরস্পর বিচ্ছেদ হয় ; তাহ পূর্ণ করিবেন না । ভীম । ( যুধিষ্ঠিরের প্রতি ) মহারাজ ! শৈশবাবধি আমা কর্তৃক মহাশয়ের কখন কোন আজ্ঞা লঙ্ঘন হয় নাই ; রণে, বনে, বিপদে, সম্পদে, মহাশয়ের আজ্ঞাই আমার নিয়ম । এক্ষণে