পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । 8 כלי যুধি । দাস দাসী হস্তী গে৷ মহিষাদি ইন্দ্রপ্রস্থে যত আছে, এবার 여 1 শকুনি । ( পাশ নিক্ষেপ করিয়া ) ভাল সকলই আমার, মহারাজ ! অন্য পণ করিতে আজ্ঞা হউক । বিদুর । অদ্য ক্রীড়া এই অবধি শেষ হউক, যথেষ্ট হইয়াছে ; বেলাও অতিরিক্ত হইয়াছে, বিশেষতঃ হে ধৰ্ম্মরাজ ! সকল বিষয়েরই সীমা নির্ণয় আছে । শকুনি । ( ঈষৎ হাস্যপূৰ্ব্বক ) যদি ধৰ্ম্মরাজের ক্লেশ হইয়া থাকে, তবে ক্রীড়া ক্ষণস্ত করা যাউক । যুধি । ( ঈষৎ উগ্রতার সহিত ) পাশাক্রীড়াতে পরাজিত ব্যক্তির নিঃসস্বল হওয়া পৰ্য্যন্তই সীম ও নিয়ম, অতএব ক্রীড়; ক্ষণস্তের প্রয়োজন নাই । শকুনি । তবে অন্য পণ করিতে আজ্ঞা হউক । যুধি । আমার সৈন্স সামস্ত চতুরঙ্গিণী দল যে আছে, এবার সকল পণ । শকুনি (পাশ নিক্ষেপনস্তর) মহারাজ ! সকল সৈন্য এক্ষণে অামার। মহারাজ ! আর কি পণ করিবেন ? সুধি । আমার তো আর কিছুই নাই, এবার সমুদয় ইন্দ্রপ্রস্থ রাজ্য 어 1 শকুনি । ( পাশা ফেলিয়া) জয় জয় কৌরবের জয় । সমুদায় ইন্দ্র প্রস্থ এখন কৌরবাধীন । অন্ধ । ( অতিশয় আগ্রহ সহকারে ) কিং জিতং কিং জিতং ? দুৰ্য্যে । মহারাজ কৌরবের জয় ! তার আর জিজ্ঞাসা কি ? আমার ভাগ্য প্রসন্ন ।