পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । శ్రీ .م.م. -- - مہدہ۔ সরল । গান দুটা ভাল বটে, আর বোধ করি, তোমার মনের ভাবের সহিত ভাবের ঐক্য থাক। প্রযুক্ত তোমাকে বিশেষ ভাল লাগিয়াছে । (বুড়ীর প্রবেশ । ) বুড়ী। মা গো মা কি জালা ! কি কপালের লিখন ! চার দণ্ডের তরে সোস্তি নেই, যে দিকে যাই, সেই দিকেই বুড়ী বুড়ী বুড়ী ! আ মর, বুড়ীর যেন কি দেখেছেন, তাই নড়ে চড়ে বুড়ীর এতেই হাত, বুড়ী যেন ওদের ছাই ফেলিতে ভাঙ্গা কুলে, মরণও নাই যে, ম’রে দুদণ্ড জুড়াই । পোড়া যম যেন ভুলে রয়েছে, পেট্ট ভরে থাই, কি দুদণ্ড শুই--এমন সাধ নাই, বুড়ে বয়েসে কপালে এই ছিল, চিরকালটা জ্বলে পুড়ে মলুম ! ( হাউ হাউ করিয়া রোদন । ) দ্রৌপদী। ও বুড়ী ! কি কি কাদ কেন ? বুড়ী । ওমা ! যে দিকে যাই, সেই দিকেই এই বাজনা, এই বাদি, এই নাচ, এই গান, বা পরে বাপ ! একবার থির নাই, মেয়ে গুলি সব এক এক ধিঙ্গি, এক এক জনার এক এক নবরঙ্গের ভাব । দ্রৌপদী। ওগো, কেন এত রাগ কেন ? বুড়ী । আ মরু ! ইনি আবার কে ? যাও মেনে বুড়ীর সঙ্গে রঙ্গের দেইনি, তিন কাল গে এক কালে ঠেকেছে, আমার আর রস নেই। সরলা । ( বুড়ীর কর্ণে উচ্চৈঃস্বরে ) ও বুড়ী ! চিনতে পারে নাই, মহারাণী যে |