পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । {Eరి লীত । একি জ্বালা হলরে পরের পিরীতেরে, অবলার প্রাণ যায় । প্রথম পিরীতের কালে উকি মারামারি । ঐ আমবাগানে লুকোচুরি, আঁখি ঠারাঠারি ॥ তার পরেতে উঠলে লহর প্রেমের সাগরেতে । জানলা দিয়ে পানের খিলি দিতাম হাতে হাতে ॥ প্রেমের তরু মুহূরে উঠিল কিছু কালে । ঐ দু হাত পুরিয়ে বন্ধুর দিতাম মেওয়ার ফলে, পদ্মে মধু পদ্মে বঁধু রেখে গেছে ফেলে প্রেম তরঙ্গে ভাসাইয়ে বন্ধু রইল কুলে ৷ রাজ । যত বেটা তালকানা একত্র জুটেছে। আমার পা দেখে দেখে কোবা ফেলাতে পারিস্ না ? এক জনেরও তাল গেন নেই । ১ মজুর। হাদে, রাজার পো, পোড়ান গড়ন বিদেতার ঘুটের পাশের নৈবিদী কি কখন শুনো নাই । সুরকান রাজের তালকানা যোগাড়ে, যেমন গুরু তেমনি চেল, টক ঘোল তা ছেদামালা, তার একটা কেচুকেচানি কি ? রাজ । তুই বেটা বড়ই বাচাল, র শুকনি মামা আসুক, সব দুর কর্যে দব । যত নতুন লোকনে কারবার, কৰ্ম্ম কাজের কিছুই জানে না, কাল বেছে বেছে পুরাণ কাযের লোক সব নে আসবো । ১ মজুর। ভাল রাজার পো, মার পেট থেকে পড়ে কি রাজগিরি কৰ্ম্ম শিখেছিলে ? যেমন শুকুনি মামা তেমন তুমি, যেমন হাড়ি তার তেয়ি সরা--