পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিকর্ণ। স্বর্ণ-শৃঙ্খল নাটক । १ 6 অবলোকন করিয়া উচ্চৈঃস্বরে বালকের ন্যায় রোদনপূৰ্ব্বক দুৰ্য্যোধনকে নিরস্ত হইতে অকুনয় করিয়াছেন । ফলতঃ ভয়ানক অপমানে মানবসনা, সজলনয়ন, ছিন্নবেশ, গৃহীতকেশ, পাণ্ডব-ললনার সুপর্ণ ধৃষ্ট নাগিনীর ন্যায় কাতরতা দর্শনে দুৰ্য্যোধন ও তৎপারিষদগণ ব্যতীত সভামধ্যে শুষ্কনেত্রমাত্রেই ছিল না । - বলুন বলুন মহাশয়, সভাতে আনয়নের পর পাষণ্ডের আর কি করিল। বিদুর। কুরুকুলাধম দুর্য্যোধন দ্রৌপদীর ঈদৃশী দুরবস্থা দৃষ্টি করিয়া দয়ার্ডচিত্ত হওয়া দূরে থাকুক, উচ্চৈঃস্বরে হাস্থা করিয়া ব্যঙ্গপূৰ্ব্বক কহিলেক "অহো! স্বয়ম্বরকালে লক্ষ ভূপতির অভিলষিত অযোনিসম্ভব যে দ্রুপদবাল, সে কি এই ? রাজা যুধিষ্ঠির যে পঞ্চপুরুষভোগ্য। রমণীকে রাজস্থয় যজ্ঞে অভিষেক করেন, সে কি এই ? কও কৃষ্ণা ! তোমার বাহুদপে দপিত, রাজ্য-মদে উন্নতমস্তক স্বামিগণ কোথায় ?” পরে অঙ্গুলি দ্বারা মলিন বেশে সভাতলে ভস্মাচ্ছাদিত অগ্নির ন্যায় পণ্ডপাণ্ডবকে দেখাইয়া কহিলেক “কই, উহার তো তোমাকে রক্ষা করিতে পারিলেক না ? ছি ছি সুন্দরী ! তুমি এরূপ মনোলোভা নায়িকা হইয়া নিৰ্ব্বীৰ্য্য শৃগালের ন্যায় পাচটা কাপুরুষের বশতাপন্ন ছিলে ?” “ওহে, এক্ষণে আমার পঞ্চদাসকে যথাযোগ্য কৰ্ম্মে নিযুক্ত কর,- “কও সখী কর্ণ! কাহাকে কোন কৰ্ম্মে নিযুক্ত করি ? প্রথমতঃ দ্রৌপদীকে ভানুমতীর তাম্বুল-করস্ক-বাহিনী করা যাউক কিন্তু দ্রৌপদীর আর বস্ত্ৰালঙ্কারাদি শোভা পায় না, সকল