পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె স্বর্ণ-শৃঙ্খল নাটক । পুনরভিষিক্ত হইয়া পবিত্র না হয়, আর কুরুবংশীয় অঙ্গনগণের পতিপুত্ৰশোকে আলুলায়িত কেশ দর্শন না করি, সেই পৰ্য্যস্ত ইহাকে এই রূপ মুক্ত রাখিব । সুন্দরি । অপমানে তোমার নীল নলিন নেত্রদ্বয় সজল হওয়াতে ও ক্রোধে তোমার বিস্কোষ্ঠ বিস্ফুরিত ও গণ্ডদ্বয় ঈষৎ আরক্তিম হওয়ায় কি চমৎকার শোভাই হইসাছে ! এরূপ অপমানিত না হইলে তো এরূপ শোভা প্রকাশ হইত না ! তোমার লাবণ্য-সিন্ধু-মধ্যে যৌবন-তরঙ্গ কি মনোহর । তুমি যথার্থ রাজভোগ্য, তুমি কি নিমিত্তে এ দরিদ্র তপস্বীদের সঙ্গে বনে গমন করিতেছ ? তোমার ইচ্ছা হয় তে৷ তুমি স্বচ্ছদে আমার পাটরাণী হইয়া থাক, আমি তোমার প্রেমাধীন হইয়া দাসবৎ নিত্য নিত্য নুতন নূতন রসে সেবা করিব । তোমার উপবেশন-যোগ্য স্থান এই— - ( নিজোরু প্রদর্শন ) ভীম । অরে গৰ্ত্তস্রাব অকাল-কুষ্মাও ! তুই দ্রৌপদীকে যে উরু দর্শন করাইলি, রণক্ষেত্রে গদাঘাতে সেই উরু ভগ্ন করিয়া তোরে নিপাত করিব। আর তুই রাজমুকুট শিরে ধারণ করিয়া বারস্বার সগৰ্ব্বে মস্তক চালন করিতেছিস্, বামপদাঘাতে তোর মস্তক সহিত সেই মুকুট চূর্ণ করিব। ইহাতে অন্যথা হয়, ক্ষত্রিয়ত্ব ত্যাগ করিব । ( দ্রৌপদীর সহিত পাণ্ডবদিগের প্রস্থান ) ঘবলিক পতল । سمسمسم. انه لا ي ي 6 م مستحه সমাপ্ত ।