পাতা:শিখগুরু ও শিখজাতি.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় ইংরাজ ও রণজিৎ উনবিংশ শতাষ্ট্রর প্রারম্ভে খন শক্তিশালী রণজিৎ সিংহ পঞ্চন প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়িয়া তুলিতেছিলেন, তখন ইংরাজ বঙ্গদেশ, বারাণসী, অযোধ্যা, কানপুর, ফরক্কাবাদ প্রভৃতি স্থান অধিকার করিয়া ক্রমশ: তাহাদের আধিপত্য সমগ্র ভারতবর্ষে প্রসারিত করিতেছিল। এইরূপ কথিত আছে যে, একদা মহাবীর রণজিৎ ভারতবর্ষের মানচিত্রের কিয়দংশ রক্তবর্ণেরঞ্জিত দেখিয়া তাহার কারণ জিজ্ঞাসা করিয়া শুনিলেন, ঐ রঞ্জিত ভূভাগ ইংরাজদের অধিকৃত। দূরদর্শী রণজিৎ তৎক্ষণাৎ বলিয়া উঠিয়াছিলেন—“সব লাল হে যাএগা অর্থাৎ সমস্ত ভারতবৰ্ষই উত্তরকালে ইংরাজশাসনাধীন হইবে।” তাহার এই উক্তি সত্য বলিয়া প্রতিপন্ন হইয়া গিয়াছে । ब्राजादिलाब्रश्ज करय देब्राब ७ त्रिष यहे श्रे भखिएक गबूषौन হইতে হইয়াছিল। এই সময়কার ভারতবর্ষের ইতিহাস অতি জটিল— মোগলরাজ্যের কঙ্কাল লইয়া তখন ক্ষুদ্রবৃহৎ নানা শক্তির মধ্যে কাড়াকড়ি পড়িয়া গিয়াছিল। રે সংঘর্ষের মধ্যে ইংরাজের ১৮৯৩ খৃষ্টাব্দের ১১ই সেপ্টেম্বর আরাগিকে পরাজিত করি রাজধানী দিল্লী নাৰী অধিকার করিয়া লইল। ১লা নবেম্বর মারাঠারা পুনর্বার লাসোয়ারি যুদ্ধে পরাস্তু, হইল। মারাঠা-নায়ক শিঙ্গে হীন সর্বে ইংল্লাজের সহিত সন্ধি-স্বত্রে আবদ্ধ