পাতা:শিক্ষাবিধায়ক প্রস্তাব.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম বারের বিজ্ঞাপন । ~疇灘縣一... এই ক্ষুদ্র পুস্তক খানি ৰঙ্গীয় বিদ্যালয়ের অধ্যাপক গণের মিনিস্তু প্রস্তুত হইল । ইহার প্রথমে, ৰিদ্যtশিক্ষার প্রয়োজনীয় তা এবং শিক্ষকবর্গের কৰ্ত্তবাভ{ তথ। কিপ্রকার শিক্ষ। এক্ষণে এতদেশীয় বালকদিগের প্রতি বিহিত হয়, তাহপুর সংক্ষেপ বিবরণ আছে । ইহার দ্বিতীয় ভাগে বালক শ্রেণী সকলকে বিদ্যালয়ে শিক্ষা প্রদান করিবার উপযোগী কতিপয় নিয়ম নিবদ্ধ হুইয়াছে; এবং সেই নিয়ম সকলের স্থাববোধীর্থ কয়েকট উদাহরণও প্রদর্শিত হইয়াছে । পুস্তকের সর্ব শেষ অংশে, পরিবণর মধ্যে সম্ভণম বর্গের সে প্রকারে প্রতিপালন হওয়া অবশ্যক, তাহার স্থল স্থল কিঞ্চিs কথিত হইয়ছে । পুস্তক খানি অতি ক্ষুদ্র ; কিন্তু ইহার উদ্দেশ; অত্যন্ত বিস্তীর্ণ ; অতএব ইহাতে শিক্ষ, শাস্ত্রের প্রথম প্রস্তাবন। মাত্রই হইতে পারে । পরন্তু, এক্ষণে দেশীয় ভাষায় বিদ্য{-বিস্তারের নি মিত্ত ষে প্রকার প্রস্বত্বারম্ভ হুইয়াছে, যদ্যপি এই নিবদ্ধ দ্বারা তাহার Yo সাহায্য হয়, ত{হ হইলেই ক্লতীর্থম্মন্য 烹英夺籍 দ্বিতীয় বারের বিজ্ঞাপন । শিক্ষাবিধায়ক প্রস্তাব অনেকাংশে পরিবর্দ্ধিত হইয়। দ্বিতীয় বার মুদ্রিত হইল ইহুতে ষে সকল নূতন বিষয় সন্নিবেশিত কর। গিয়াছে তাহ নিম্নৰ স্ত্রী সূচীপত্র দর্শনেই স্পষ্ট বোধ হইতে পাfরবে ।