পাতা:বিরাটপর্ব্ব (হরিনাথ ন্যায়রত্ন).pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e বিরাটপর্ব। ব্যক্তি প্রায় দৃষ্টিগোচর হয় না "জগুঞ্জৰ এক জন হয়যানবেত্ত। সারথির জস্বেৰ্ষণ কর। অষ্টাৰিংশতি রাত্রি ষে যুদ্ধ হইয়াছিল, তাহাতেই মদীয় সারথি বিনষ্ট হয়। এক্ষণে অশ্ববিদ্যায় সুনিপুণ এক জন সারথি পাইলে মহাধ্বজ উজ্জিঙ করিয়া "সত্বর সমরযাত্রা করি, এবং যেমন দেবরাজ দানৰকুল বিনষ্ট করিয়াছিলেন, ভাস্থার ন্যায় আমি একাকী বহুরথসস্কুল শত্ৰুকুল জাকমণ করিয়া দুৰ্যোধন, শাশ্বনৰ, কৰ্ণ, বৈকৰ্ত্তন কৃপ প্রভৃতিকে শস্ত্রপ্রভাপে নিীৰ্ঘ্য ও পরাজিভ করিয়া মুছপ্তমধ্যে পশু প্রভানিয়ন করি। শূন্য পাইয়া কৌরবগণগীে হরণ করিয়া লইয়া যাইতেছে, কি বলিব আমি সেখানে থাকিলে, তাহারা মদীয় বল বীৰ্য্য ও রঙ্গপাণ্ডিত্য সম্প্রদর্শনে মনে করিত সাক্ষাৎ অৰ্জ্জুনই বুঝি যুদ্ধ করিতে অলিয়াছেন । রাজপুত্রের এই প্রকার স্বাক্য শুনিয়া অৰ্জ্জন প্রিয়তম স্ত্রপদতনয়াকে নিৰ্জ্জনে কহিলেন, তুমি উত্তরকে বল, বৃহন্নল পাণ্ডৰদিগের অতি উপযুক্ত সারখি ছিলেন, প্রধান প্রধান যুদ্ধেভে তাহাদিগের সারখ্য করিয়াছেন, অন্তৰ্জৰ এই ব্যক্তিই আপনকার সারখি হইতে পরিবেন। উত্তর স্ত্ৰীজনমধ্যে তথ্যবিধ আত্মশ্লাঘা করিতেছিলেন, এমভ সময়ে পাঞ্চালী শুখায় উপস্থিত হইয়া কিঞ্চিৎ লজ্জিতার ন্যায় রাজভনয়র্কে সম্বোধন করিয়া কহিলেস, আপনকার ভবনে বৃহন্নলা নামক বৃহদ্ধারণকায় যে খুৰা আছেন ইনি জৰ্জ্জুনের প্রসিদ্ধ পরিধি ছিলেন। এব্যক্তি সেই মহাত্মারই শিষ্য, ধনুৰ্ব্বিদn বিষয়ে উহি হইতে কোন অংশেই স্থান নহেন। এই যুদ্ধা সৰ্ব্বদা সৰ্ব্বকাৰ্য্যে