পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
নটীর পূজা

রত্নাবলী

 রাজার আদেশ পালন করো।

শ্রীমতী

বুদ্ধং সরণং গচ্ছামি
ধম্মং সরণং গচ্ছামি
সংঘং সরণং গচ্ছামি।

লোকেশ্বরী

জানু পাতিয়া সঙ্গে সঙ্গে

বুদ্ধং সরণং গচ্ছামি
ধম্মং সরণং গচ্ছামি
সংঘং সরণং গচ্ছামি।

রক্ষিণী শ্রীমতীকে অস্ত্রাঘাত করিতেই সে আসনের উপর পড়িয়া

গেল। ‘ক্ষমা করে, ক্ষমা করো,' বলিতে বলিতে

রক্ষিণীরা একে একে শ্রীমতীর পায়ের ধুলা লইল।

লোকেশ্বরী

শ্রীমতীর মাথা কোলে লইয়া

 নটী, তোর এই ভিক্ষুণীর বস্ত্র আমাকে দিয়ে গেলি।

বসনের একপ্রান্ত মাথায় ঠেকাইয়া

 এ আমার।

রত্নাবলী ধূলিতে বসিয়া পড়িল