পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ჯ ভীম । যুধি । ভীম । যুধি । ভীম । যুধি । ভীম । স্বর্ণ-শৃঙ্খল নাটক । লোক অকালে কালের করাল গ্রাসে পতিত হইবেক, কত স্ত্রীলোকের সতীত্ব বিনষ্ট হইবেক, কত ব্ৰহ্মহত্য, স্ত্রীহত্যা, শিশুহত্যা, ভ্রাণহত্যাদি হইবেক, কত লোক যে হৃতসৰ্ব্বস্ব হইয়া জীবিকাভাবে চৌর্য্যবৃত্তি দসু্যবৃত্তি অবলম্বন করিবেক, কত সাধ্বী স্ত্রী স্বামিপুত্রবিহীন হইয়া ধৰ্ম্মে জলাঞ্জলি প্রদানপূর্বক জীবনরক্ষার্থে স্বদেহ-বিক্রয়-স্বরূপ দুষ্কম্মে রক্ত হইবেক, তাহার কি আর সীমা থাকিবেক, ন সংখ্যা থাকিবেক ? অার এই সকল পাপসমষ্টির ভার কে বহন করিবেক ? হা ! এ সকল বিষয় চিন্তা করিতে গেলে আমার হৃদয়শোণিত শুষ্ক হয় ; সসৈন্তে যাওয়া কেন মতেই হইতে পারে না । ভাল, মহারাঞ্জের অনুজ্ঞাক্রমে সৈন্তসংগ্রহে প্রয়োজন নাই, কিন্তু আমরা ত সশস্ত্রে গমন করিব ? কেন, তাহতেই বা প্রয়োজন কি ? প্রয়োজন ! তবে কি এক এক গাছ রজন্তু সঙ্গে লইয়া যাইব 7. রজজু কেন ? কি জানি, যদি হস্তিনায় রজজুর অভাব হয়, তবে আমাদের বন্ধন করিতে দুর্য্যোধনের রজ্জ্বর নিমিত্তে পাছে ক্লেশ পাইতে হয় । হা ! হা ! হা! তুমি কেবল দুৰ্য্যোধনকে কুমন্ত্রণা করিতে দেপ । কি জানি, তোমার তাহার প্রতি বাল্যবিধি যে কেমন বিদ্বেষ— দুৰ্য্যোধন ! মহারাজ, সে কপট, দ্বরাচার, হিংস্ৰক, পরশ্ৰী