পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । ፃ » আমার সাধ্যাতীত আজ্ঞা করিয়া আমাকে তল্লঙ্ঘন করিতে বাধ্য করিবেন না । মহারাজ ! অতি ক্ষুদ্র ও হীনবল টুটক পক্ষীও শ্বেন কর্তৃক লক্ষিত আপন জায়াপত্য রক্ষার্থে যথাসাধ্য নিজ পরাক্রম প্রকাশ করে । আর আমি দধীচির অস্থি অপেক্ষাও দৃঢ়তর বাহুদ্বয় ধারণ করিয়া, সসৈন্তলক্ষৈক-নৃপসমুদ্র-মথনোথিত, অমূল্য স্ত্রী-রত্ন যাজ্ঞসেনীর নীচ কর্তৃক অপমান দেখিয়া নিশ্চেষ্ট ও নিশ্চল থাকিব ? দোহাই মহারাজ ! দোহাই ধৰ্ম্মের ! অকুমতি করুন, আমি ঐ ভারত কুলের পশু, নরাধম দুৰ্য্যোধনের মুগু বামপদাঘাতে চুর্ণ করি। যুধি (গাত্রোথান করিয়া ) ভীম ! তুমি কি আমাকে সত্য, লঙ্ঘন করিতে বল ? আমি রাজা যুধিষ্ঠির, পুনরায় তোমাকে কহিতেছি সাম্য হও । ভীম । ( অধোমুখে আসন পরিগ্রহণ করেন । ) বিদুর । দ্বিতীয় গপ্তাহন্ত । ( হস্তিন—রাজপুরস্থ গৃহ । ) (স্বগতঃ) ভুবনোজ্জ্বল ভারতফুল, এতদিনে সমুলে নিৰ্ম্মল হইবার উপক্রম হইয়াছে। প্রাচীন পণ্ডিতেরা যথার্থই কহিয়াছেন; যে, যেরূপ দিবাপ্ৰকাশনস্তর তরুণ অরুণ