পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ 4 পুতরাষ্ট্র । স্বর্ণ শৃঙ্খল নাটক । পাণ্ডব বিনাশ ! সমুদ্র শোষণ । হিমাদ্রি লঙ্ঘন ! ব্যোম পরিমাণ ! দুৰ্য্যোধন, এ যে বাতুলের প্রলাপ, কি উপায়ে, কণর সাহায্যে, কার বলে এরূপ দুরূহ কৰ্ম্ম সম্পাদনে প্রত্যাশা কর ? দুৰ্য্যোধন । পিতা ! ক্ষত্রিয় রাজার ধৰ্ম্মই এই যে, বলে, ছলে, কলে, ধৃতরাষ্ট্র । কৌশলে, যেন তেন প্রকারেণ, শক্র ক্ষয় করিবেক । এখনি সসৈন্যে ইন্দ্রপ্রস্থে যাত্রা করিয়া পাণ্ডব সংহার করিতে পারি, এ কোন বিচিত্র কথা ? কিন্তু যেহেতু যুদ্ধে জয় পরাজয়ের বিষয় নিশ্চিত নয়, তদপেক্ষ নিশ্চিত ও সংশয়রহিত কৌশল আশ্রয় করাই যুক্তিসিদ্ধ । পাণ্ডবদের তুমি শক্র জ্ঞান কর কেন ? তার তো তোমার শক্ৰ নয়, কখন তোমার কোন হানি করে নাই ? দুৰ্য্যোধন । আমার আর শক্র কে ? পাণ্ডবেরা অামার কোন হানি করে নাই, সত্য বটে, কিন্তু আমি ত তাহীদের হানি করিতে ক্রটি করি নাই । আঘাতী অপেক্ষ আহত যে, সেই প্রধান শত্রু ; যে ব্যক্তি আঘাত করে, তার ক্রোধের সাম্য হয়, কিন্তু অণঘাতিত ব্যক্তি যে পর্য্যস্ত প্রতিশোধ ন লয়, সে পৰ্য্যন্ত সে অবশ্যই প্ৰহৰ্ত্তার নিকট আপনাকে লঘু জ্ঞান করিবে । ভীমকে বিষ প্রয়োগ, জতু গৃহে দাহন প্রভৃতি কি পাণ্ডবেরা কখন বিস্মৃত হইবে ? কি ক্ষম করিবে ? অার যদিই ক্ষমা করে, পাণ্ডবদের ক্ষমাগুণে ভঁর করিয়া আমি প্রাণ ধারণ করিব ? পিতা ! আমা হইতে ইহা কখনই হইবে না, পাণ্ডববিনাশ আমার দৃঢ় প্রতিজ্ঞ, ইহাতে “মন্ত্রং বা সাধয়েৎ শরীরং বা পাতয়েৎ ।”