পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 স্বর্ণ-শৃঙ্খল নাটক জীবনে কি প্রয়োজন, সে যে আনুগত পরে । হোয়ে তার প্রেমাধীন, সদা তুষি নিশি দিন, তথাপি সে ভাবে ভিন, এ যন্ত্রণ কব কারে । নানা ছলে কথা কোয়ে, প্রেমপাশ গলে দিয়ে, গেল মরম ভেদিয়ে, ফেলে অকৃল পাথারে । সরল । এ গানটী সুললিত বটে, আর কি মনে আছে ? দ্রৌপদী। হুঁ, আরও একটা মনে পড়েছে, শুন । শীত । ( রাগিণী সিন্ধু— তাল মধ্যমান । ) কেবল কথায় লাকি যায় কতু প্রেম রাখা । জল বিনে পিপাসিত প্রবোধ কি মানে সখা ॥ প্রথমেতে প্রাণনাথ, সোহাগ বাড়ালে কত, এখন সে ভাব যত, হলো কি চখেরি দেখা । যা হবার তাই হলো, প্রেম ভ্রম ফুরাইল, শেষ মাত্র এই হলো, দেহেতে জীবন রাখা ৷