পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bre ASAMeASA SAMAAAS AAAS SAAAA AAAAA বিদুর । বৃষ । বিদুর । স্বর্ণ-শৃঙ্খল নাটক । SAASA SAASAASSAAAAAASMMSMe SAAAAAS AAAAAS AAAAAMSMAAA AAAASAAAAASA SSASAS A SAS SSAS A SAS SSAS SSAS SSASMSMMAAAA হইয়া তাহাকে বর প্রার্থনা করিতে কহিলেন, বৃহস্পতির অপেক্ষা বুদ্ধিমতী কৃষ্ণ কৌশলক্রমে আপন স্বামিগণের স্বাধীনত্ব ও ইন্দ্রপ্রস্থরাজ্য যাঞ্জা করিয়া লইয়াছেন । পাণ্ডবের মেঘনিন্মুক্ত দিবাকরের ন্যায় দাসত্ব হইতে মুক্ত হইয়া স্বরাজ্যে যাইবার উদ্যোগ করিতেছে, আমি দেখিয়া জাসিয়াছি । (বৃষকেতুর প্রবেশ । ) এই যে বৃষকেতু, কি, সভার সংবাদ কি ? আর সংবাদ কি, সকলই মঙ্গল! দুৰ্দৈব যারে নষ্ট করে, তারে কে রক্ষা করিতে পারে ? অন্ধ পুনরায় পাশাক্রীড়ার অকু মতি করিয়াছেন, রাজা যুধিষ্ঠিরও সন্মত হইয়াছেন । হা, দুরাচার অন্ধ,বিধাতা কি তোর জ্ঞানচক্ষুও অন্ধ করিয়াছেন, আপন কুবুদ্ধিতেই আপনি বিনষ্ট হবি । তা এ ঘটন কি প্রকারে উপস্থিত হইল ? অামি ত এক প্রকার। সকল সামঞ্জস্য হইয়াছে, ও পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে যাইবার উদ্যোগ করিতেছে, দেখিয়া আসিয়াছি । ই, রাজা যুধিষ্ঠির সকল উদ্যোগ করিয়া কেবল ধৃতরাষ্টের নিকট বিদায় লইয়া যাত্রা করিবেন, ইত্যবসরে দুর্য্যোধন দুষ্ট সরস্বতীর বরপুত্র শকুনিকে সঙ্গে লইয়া অন্ধের নিকট বিস্তর অকুযোগ করিয়া কহিল, “এত কষ্ট্রে প্রবল পরাক্রান্ত দুৰ্জ্জয় শক্রকে স্ববশে আনয়ন করিয়া ছাড়িয়া দেওয়া, নিদ্রিত ব্যাঘ্রকে চপেটাঘাত করা, তক্ষকের মুণ্ড ত্যাগ করিয়া পুচ্ছে পদাঘাত করা, এ কিরূপ বিবেচনা । এ এক প্রকার আত্মহত্য করা মাত্র । যদি পাণ্ডবদিগকে মুক্ত করিবারই মানস