পাতা:অরূপরতন - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরুপরতন ( বালকগণের প্রবেশ ) এসে এসে সব মুর্ত্তিমান কিশোর বসন্ত, ধরে তোমাদের গান । আমার সমস্ত দেহ-মন গান গাইছে, কণ্ঠে আসছে না। আমার হয়ে তোমরা গীও | ( বালকগণের গান ) কার হাতে এই মালা তোমার পাঠালে আজ ফাগুন দিনে ব সকালে । তার বর্ণে তোমার নামের রেখা, গন্ধে তোমার ছন্দ লেখা, সেই মালাটি বেঁধেছি মোর কপালে আজ ফাগুনদিনের সকালে ৷ গানটি ৩ে1মর চলে এল আকাশে আজ ফাগুন দিনের বাতাসে । ওগো আমার নামটি তোমার স্বরে কেমন ক’রে দিলে জুড়ে', লুকিয়ে তুমি ঐ গানেfর আড়ালে, আজ ফাগুন দিনের সকালে ॥ واO\