পাতা:শিখগুরু ও শিখজাতি.pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సాష్ట్రి শিখগুরু ও শিখজাতি লাহোরের পঞ্চাশ মাইল দূরবর্তী কন্নুরনগর পাঠানজাতীয় এক মুসলমান-সম্প্রদায়ের প্রধান কেন্দ্র ছিল । তাছার অষ্টাদশ শতাব্দীর শেষার্দ্ধে প্রায় পঞ্চাশ বৎসর শিখদের সহিত লড়াই করিয়া আপনাদের স্বাধীনতা অক্ষুঃ রাবিয়ছিল। লাহোর অধিকার-কালে তাহারা -মহারাজ রণজিতের বিরুদ্ধাচরণ করিয়াছিল । রণজিৎ বহুবার তাহাদের বিরুদ্ধে ব্যর্থ যুদ্ধযাত্রা করিয়াছিলেন । ১৮৭৭ খৃষ্টাব্দে তিনি সমস্ত সৈন্তবলসহ কমুরের নবাব কুতুবদীনকে আক্রমণ করেন । সুদার্কেউড় এইযুদ্ধে রণজিৎকে সাহায্য করেন। তাহার বুদ্ধিবলে কুতুবুদ্দীন শ্বীয় রাজ্য হইতে তড়িত হইলেন। তিনি শতদ্রুর দক্ষিণতীরবত্তী এক ক্ষুদ্র জনপদে যাইয়া বাস করিতে লাগিলেন। ঘক্কর নামক মুসলমানসম্প্রদায় বীরত্বের নিমিত্ত ইতিহাসে প্রসিদ্ধি লাভ করিয়াছিল । কাশ্মীর দীর্ঘকাল ইহাদের শাসনাধীন ছিল। মহারাজ রণজিতের সুযোগ্য-সেনা-নায়ক বুধাসিংহ ও জম্বুরাজ গোলাপসিংহের চেষ্টার ফলে ১৮১৮ খৃষ্টাব্দে ঘন্ধরেরা রণজিতের বহুত স্বীকার করে । আওয়ান ( Awans ) সম্প্রদায় কখনো শিখদের প্রতিকূলে উগ্রভাবে দাড়াইতে পারে নাই। আটকযুদ্ধের সময়ে ইহারা মহারাজ রণজিতের -শত্ৰু-সৈন্ত দিগকে আশ্রয় দিয়া সাহায্য করিয়াছিল । সেই অপরাধে সেনাপতি মোকমচন ১৮১৩ খৃষ্টাব্দে ইফাদের প্রধান জনপদ খামগাবাদ ধ্বংস করেন। কিন্তু ইহারা ইহাদের পৈতৃক বাসভূমি রাওলপিণ্ডি, ঝেলাম ও সাহপুর হইতে বিতাড়িত হয় নাই । মহারাজ রণজিৎকে করদানে প্রতিশ্রুত হইয়া ইহার রণজিতের আশ্রয় পাইয়াছিল । জগ্লোয় ( Janjoahs ) সম্প্রদায় মহাসিংহের সময় হইতেই শিখদের “আনুগত্য স্বীকার করিয়াছিল।