পাতা:অরূপরতন - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরুপরতন খেল। ঘরের দেয়াল গেথে খেয়াল নিয়ে ছিলেম মেতে, ভিৎ ভেঙে যেই তাসলে ঘরে ঘুচল আমার বন্ধ, সুখের খেল। আর রোচে না পেয়েছি আনন্দ ॥ ভীষণ আমার, রুদ্র তামার, নিদ্র। গেল ক্ষুদ্র আমার, উগ্র ব্যথায় নুতন ক’রে বর্ণ ধলে তা fমার ছন্দ । যেদিন তুমি অগ্নিবেশে সব-কিছু মোর নিলে এসে, সেদিন আমি পুর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব, তুঃখ সুখের পারে তোমায় পেয়েছি আনন্দ ॥ সুদৰ্শন। প্রথমটা তুমি তাকে চিনতে পাবোনি ? সুরঙ্গম। । না । সুদৰ্শন ! কিন্তু দেখো, তাকে চিনতে আমার একটুও দেরি হবে না । আমার কাছে তিনি সুন্দর হয়ে দেখ। দেবেন । সুরঙ্গম। । তার আগে একটা কথা তোমাকে মেনে নিতে হবে । সুদৰ্শন । লেব, আমার কিছুতে দ্বিধা লেই । সুরঙ্গমা । তিনি বলেছেন, অন্ধকারেই তোমার সঙ্গে সাক্ষাৎ হবে । 8