পাতা:ব্যঙ্গকৌতুক - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
ব্যঙ্গকৌতুক

 অন্নদা। (স্বগত) এই শালুর টুক্‌রােটা মাথায় বাঁধতে হবে! ক্রমেই যে বাড়াবাড়ি হ’তে চ’ল্ল! (প্রকাশ্যে) দেখুন, এর চেয়ে বরঞ্চ আমি পাগ্‌ড়ি প’র্‌তেও রাজি আছি—এমন কি বাঙালিবাবুরা যে টুপি পরে তাও প’র্‌তে পারি—

 মাতাজি। সে সমস্ত পরে হবে, আপাতত এইটে জড়িয়ে দিই!

 অন্নদা। দিন!

 মাতাজি। এইবারে এই পিঁড়িটাতে বসুন!

 অন্নদা। (স্বগত) মুষ্কিলে ফেল্লে! আমি আবার ট্রাউজার প’রে এসেছি। যাই হােক্, কোনােমতে ব’স্‌তেই হবে! (উপবেশন)

 মাতাজি। চোখ বােজো। বলো, খটকারিণী, হঠবারিণী, ঘটসারিণী, নটতারিণী ক্রং! প্রণাম করো। (অন্নদার তথাকরণ) কিছু দেখতে পাচ্চো?

 অন্নদা। কিচ্ছু না।

 মাতাজি। আচ্ছা, তা হ’লে পূবমুখাে হ’য়ে ব’সাে—ডান কানে হাত দাও। বলাে খটকারিণী, হঠবারিণী, ঘটসারিণী, নটতারিণী ক্রং। প্রণাম করো। এবার কিছু দেখ্‌তে পাচ্চো?

 অন্নদা। কিছু না।

মাতাজি। আচ্ছ। তা হ’লে পিছন ফিরে বসো! দুই কানে দুই হাত দাও! বলো খটকারিণী হঠবারিণী ঘটমারিণী নটতারিণী ক্রং। কিছু দেখ্‌তে পাচ্চো?

 অন্নদা। কী দেখতে পাওয়া উচিত, আগে আমাকে বলুন?

 মাতাজি। একটা গর্দ্দভ দেখতে পাচ্চো তো?

 অন্নদা। পাচ্চি বৈ কি! অত্যন্ত নিকটে দেখতে পাচ্চি।

 মাতাজি। তবে মন্ত্র ফ’লেছে। তা’র পিঠের উপরে—

 অন্নদা। হাঁ হাঁ তার পিঠের উপরে একজনকে দেখতে পাচ্চি বৈ কি।