পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই নিজেট বড় ক্ষুদ্র, মাঝে মাঝে তার অনাবৃত পরিচয় পেলে হতাশ হয়ে পড়তে হয় । এ কয়দিন এত কষ্ট পাচ্চি সেই জন্যে । সেই জন্ত্যেই সাহিত্যের সাধনা ফেলে রেখে তান্ত সাধনাটার দিকে দৌড় মারবার জন্তে মন আজ এত উৎসুক হয়েচে । কিন্তু শেষ পর্য্যন্তই কমলি হয় ত ছাড়বে না । ২ জুলাই ১৯২৭ আপনাদের শ্রীরবীন্দ্রনাথ ঠাকুব ヒマ नि s * ३ ६r & [ কলম্বে । শ্রদ্ধাস্পদেষু কোনো মতে শরীবটাকে টানতে টানতে ঠেলতে ঠেলতে এত দূরে এসে পোঁচেছি -- কিন্তু আর চলচে না। ঘাটের থেকেই ফিরতে হোলে । দেশে গিয়ে সম্পূর্ণ নির্জনবাসেব মধ্যে তলিয়ে গিয়ে দীর্ঘকাল বাকা ও কৰ্ম্ম থেকে সম্পূর্ণ নিস্কৃতি নেব ঠিক করেচি– ছোট ছোট দাবীর শিলবৃষ্টিতে আমাব দেহ মনের সমস্ত ডাটাগুলো একেবারে আলগা হয়ে গেছে । ডাক্তার বলচে স্থির হয়ে থাকা ছাড়া ওষুধ নেই। অন্তরের মধ্যে তার একান্ত প্রয়োজনও বোধ করচি । Y S >