পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চপল । ভগ্নহৃদয় প্রথম সর্গ দৃশ্য— বন । চপল ও মুরলা সখি, তুই হলি কি আপনা-হারা ? এ ভীষণ বনে পশি একেলা আছিল বসি খুজে খুজে হোয়েছি ষে সারা ! ७भन चैांथांब्र छैॉहे- छमथांनैौ ८कह बांहे, জটিল-মন্তক বট চারি দিকে ঝুকি ! হুয়েকটি রবিকর সাহসে করিয়া ভর অতি সন্তপণে যেন মারিতেছে উকি । অন্ধকার, চারি দিক হতে, মুখপানে এমন তাকায়ে রয়, বুকে বড় লাগে ভয়, কি সাহসে রোয়েছিল বসিয়া এখানে ? সখি, বড় ভালবাসি এই ঠাই ! বায়ু বহে ছহু করি, পাত কাপে বর করি, স্রোতস্বিনী কুলু কুলু করিছে সদাই ! বিছায়ে শুকানো পাতা বটমূলে রাখি মাখা দিনরাত্রি পারি, সখি, শুনিতে ও ধ্বনি । বুকের ভিতরে গিয়া কি ৰে উঠে উখলিয়৷ বুৰায়ে বলিতে তাহ পারি না সজনি!