পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চপলা । भूब्रज । চপলা । ভগ্নহৃদয় পাতা-ঢাকা আধ-ফুটে লাজুক গোলাপ ছুটে আনিস, জ্বলায়ে দিবি স্বচার অলকে তার ! সহসা রজনী-গদ্ধা প্রভাতের আলো দেখে ভাবিয়া না পায় ঠাই কোথা মুখ রাখে ঢেকে— আকুল সে ফুলগুলি যতনে আনিল তুলি, তাই দিয়ে গেখে গেথে বিরচিবি কণ্ঠহার। তুই, সখি, আয়— একেলা আমার ভাল নাহি লাগে বালা ! ছুটি সখী মিলি হাসিতে হাসিতে গুন গুন গান গাহিতে গাহিতে মনের মতন গাথিব মালা । বল দেখি, সখি, হ’ল কি তোর ? হাসিয়া খেলিয়া কুহুম তুলিয়া করিবি কোথায় ভাবনা ভুলিয়া কুমারীজীবন ভোর— তা না, একি জালা ? মরমে মিশিয়া আপনার মনে আপনি বসিয়া সাধ কোরে এত ভাল লাগে, সখি, বিজনে ভাবনা-ম্বোর ! তা হবে না, সখি, না যদি আসিস ७झे कश्लिांभ ८ऊां८ब्रযত ফুল আমি আনিয়াছি তুলি আঁচল ভরিয়া ল’ব সবগুলি, বিপাশার স্রোতে দিব লো ভাসায়ে একটি একটি কোরে ! মাথা খা, চপলা, মোরে জালাল নে আর ! डांज, नई, खांजांद मां कजिन्न ५यांञ्च ! [ গমনোন্তম : পুনৰ্ব্বার ফিরিয়া আসিয়। ] না না, সখি, এই আঁধার কাননে একেল রাখিয়া তোরে S૨છે