পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אסכ মুরলা । কবি । রবীন্দ্র-রচনাবলী সাথে সাথে সখি আমিও গাহিব, সাথে সাথে সখি আমিও কহিব, দিবারাতি অবিরাম— সারা জগতের বিশাল আখরে পড়িবি তাহারি নাম । ৰখনি বলিবি তোর পাশে তারে ধরিয়া আনিয়া দিব – স্বমুখ হইতে পলাইয়া গিয়া আড়ালেতে লুকাইব । দেখিব কেমন দুখ না ছুটে ওই মুখে তোর হাসি না ফুটে— ভুলিবি এ বন, তুলিবি বেদন, সখীরেও বুঝি ভুলিয়া যাবি ! বল, সখি, প্রেমে পড়েছিল কার । বল, সখি, বল কি নাম তাহার ! বলিবি নি কি লো ? না যদি বলিস চপলার মাথা খাবি ! { নেপথ্যে চাহিয়া ] জীবস্ত স্বপ্নের মত, ওই দেখ, কবি এক এক ভ্ৰমিছেন আঁধার অটবী । ওই যেন মূৰ্ত্তিমান ভাবনার মত নত করি দু-নয়ন শুনিছেন একমন স্তব্ধতার মুখ হোতে কথা কত শত ! [ কবির প্রবেশ ] বনদেবীটির মত এই যে মুরলা, প্রভাতে কাননে বসি ভাবনাবিহালা ! প্রকৃতি আপনি আসি লুকায়ে লুকায়ে আপনার ভাষা তোরে দেছে কি শিখায়ে ? দিনরাত কলস্বরে তটিনী কি গান করে তাহা কি বুঝিতে তুই পেরেছিল বালা ?